একটি ওয়েবসাইট দিয়ে উপার্জন করার ৭টি নির্ভরযোগ্য উপায় দেখুন
Maria Akter অনলাইনে আয়ের জন্য রয়েছে অসংখ্য উপায়। কেউ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট করে আয় করছে, কেউবা করছে গ্রাফিক ডিজাইন, আবার এমন অনেকেই রয়েছে যারা আয় করছে ব্লগিংয়ের মাধ্যমে। এখন ব্লগিং অনলাইন আয়ের একটি নির্ভরযোগ্য উপায়ে পরিণত রয়েছে। ব্লগিংয়ের ক্ষেত্রেও আয়ের বেশ কয়েকটি উপায় রয়েছে। তবে এ বিষয়গুলি সম্পর্কে আমাদের অনেকেরই বিশেষ করে যারা নতুন ব্লগার তাদের তেমন স্বচ্ছ কোন ধারণা নেই। এ বিষয়টির কথা ভেবেই আজ আমি আলোচনা করেছি ব্লগিংয়ের মাধ্যমে আয় করার ৭টি নির্ভরযোগ্য উপায় নিয়ে। আশা করি এ আলোচনাটি নতুন ব্লগার এবং যারা ইতিমধ্যেই ব্লগিংয়ের সঙ্গে কিছুটা জড়িত তাদের সকলের জন্যই সহায়ক হবে। ১. গুগল এডসেন্স অনলাইনে ব্লগিংয়ের মাধ্যমে আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় গুগল এডসেন্স। এটি অনলাইনে আয়ের একটি সহজ উপায়। এক্ষেত্রে আপনাকে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে হবে। গুগল এডসেন্সের সমস্ত শর্তাদি পূরণ করলে আপনার এডসেন্স একাউন্টটি এক্টিভেট হবে। এরপর আপনাকে আপনার এডসেন্স একাউন্টে প্রবেশ করে গুগলের বিজ্ঞাপনের কোড সংগ্রহ করতে হবে। এরপর এ কোডগুলি আপনার সাইটে বসিয়ে দিতে ...