Posts

Showing posts from November, 2016

ভাটির পুরুষ-কথা

Image
২০০৫ সালের ৮ জুলাই। দিরাই বাজার থেকে ভাড়া করে নেওয়া নাইয়রি নৌকাটি নিয়ে চলে আসি উজানধল গ্রামে। শাহ আবদুল করিমের বাড়িতে ঢুকেই মন খারাপ। আবদুল করিমের শরীর খারাপ যাচ্ছে কিছুদিন ধরে। একদম হাঁটাচলা করতে পারছেন না, কারও সঙ্গে কথাও বলছেন না। শাহ আবদুল করিমের স্ত্রী ‘সরলা’কে নিয়ে কৌতূহলের শেষ নেই। ৪০ বছরের দাম্পত্য জীবন ছিল করিমের সঙ্গে তাঁর। শাহ করিম সরলাকে নিয়ে লিখেছেন অনেকগুলো গানও। নিজের বসতভিটায় তাঁর জন্য বানিয়েছেন ‘শাহ করিম জাহানের সরলামহল’ কবরখানি। ২০০৩ থেকে ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তাঁর মৃত্যুদিন পর্যন্ত নানাভাবে তাঁর কাছাকাছি থেকেও এই ‘সরলা’ আমার কাছে এক রহস্যময়ী নারী হিসেবেই থেকে যান। বারান্দায় বেশ কজন এসে ভিড়েছেন। ভাবলাম, এ অবসরে ‘সরলা রহস্য’ উদ্ঘাটনের চেষ্টা করি। শাহ আবদুল করিমের ছেলে শাহ নুর জালাল বাবুলকে বসালাম ক্যামেরার সামনে। শুরু হয় কথাবার্তা। ‘আপনার মা সরলার সঙ্গে আপনার বাবার বিয়ে হয়েছে কত বছর বয়সে?’ ‘বাবার পঁয়ত্রিশ বছর বয়সে, ১৯৫০ সালে তাঁর বিয়ে হয়। তাঁর বিয়ের ষোলো বছর পর আমার জন্ম হয়েছে। মা মারা যান ১৯৯০ সালে।’ ‘এর আগে আপনার বাবা একটা বিয়ে কর...