Posts

Showing posts from December, 2016

ইউটিউবেই তাঁরা কোটিপতি

Image
ইউটিউবেই তাঁরা কোটিপতি Lik    বছর পাঁচেক আগে ইউটিউবে নিজ অ্যাকাউন্টে প্রথম ভিডিও আপলোড করেন মার্কিন নাগরিক রোমান অ্যাটউড। তিন মিনিটের সে ভিডিওর নাম দিয়েছিলেন ‘এপিক কুলার প্র্যাঙ্ক’। রাস্তা দিয়ে কেউ হয়তো হেঁটে যাচ্ছে, এক বন্ধুর সাহায্যে বড়সড় এক খালি পাত্র নিয়ে তাদের দিকে ধেয়ে যান রোমান। ভাবখানা এমন যেন সে পথিকের মাথায় বরফশীতল পানি ঢেলে দেবেন। আদতে দেখা গেল সে পাত্র খালি, আর ব্যাপারটা শুধুই মজা করার জন্য করা হয়েছে। অদ্ভুত সে কাণ্ডে বেশির ভাগ পথযাত্রী মজা পান, কেউ কেউ বিরক্ত হন। রোমানের আরেক বন্ধু পুরোটা সময় ক্যামেরার পেছনে থেকে ভিডিও করেন। সে ভিডিওই হয়ে গেল এপিক কুলার প্র্যাঙ্ক। গতকাল রোববার বিকেল পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৬২ লাখ ৯৫ হাজার। রোমান অ্যাটউডের নিজ নামের সে চ্যানেলে এমন আরও ১৩১টি ভিডিও আছে। ‘রোমান অ্যাটউড ভ্লগস’ নামে আরেকটি ইউটিউব চ্যানেল আছে তাঁর। সেখানে আছে প্রায় ১ হাজার ১০৫টি ভিডিও। এই ভিডিওগুলোই তাঁর আয়ের উৎস। পরিমাণটা কত? ২০১৬ সালের জুন মাস পর্যন্ত এক বছরে তাঁর আয় প্রায় ৮০ লাখ ডলার। মার্কিন সাময়িকী  ফোর্বস -এর সর্বোচ্চ আয় করা ইউটিউব...