যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড "
বাকি ও শেষ অংশ। যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড " ভেরিফিকেসনের ক্ষেত্রে যেসব পেইজের কাটাগরীতে হয়তো একটু সুবিধা পেতে পারেন তা হলো : যদি আপনার পেইজ হয় কোনো মানুষের পেইজ যেমন public Figure,Actor,Actress ইত্যাদি এবং আপনার পেইজ এ আপনাকে নিয়ে সে ধরনের পোস্ট ও থাকতে হবে,এরপরে আরেকটি কাটাগরী হয়তো খুব সহজে ভেরিফাই হতে পারে।আর সেটা হলো ওয়েবসাইট কাটাগরী। এছাড়াও অন্যান্য কাটাগরিও আছে,তবে আপনাকে বিশেষ কেউ হতে হবে,যেখানে আপনার বেপারে লেজিটিমেট তথ্য পাওয়া যাবে।মানে একজন সেলিব্রিটি ,রাজনৈতিক ব্যক্তিত্ব বা পাবলিক figure বা আলোচিত কোনো প্রতিষ্ঠান। আপনার পেইজটির বয়স কতো সেটাও একটা গুরুত্বপূর্ণ বেপার। যদি মাসখানেক আগে খুলে থাকেন তাহলে হয়তো ভেরিফাই হতে অনেক সময় লাগতে পারে।তবে আমার এক পরিচিত ব্যক্তি যিনি ইংল্যান্ড এ একজন রাজনীতিবিদ ও পার্লামেন্টের সদস্য,তিনি তার পেইজ খুলার চার দিনের মধ্যেই ভেরিফিকেসন পেয়েছিলেন।সে সময় উনার ফ্যান সংক্ষা ছিল ২০০++আর এখনো তার ফ্যান সংক্ষা বেশী হলে ১৫০০।তাই বলা যায় ফেইসবুক ...