Posts

Showing posts from January, 2015

যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড "

বাকি ও  শেষ  অংশ।  যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড "  ভেরিফিকেসনের ক্ষেত্রে যেসব পেইজের  কাটাগরীতে হয়তো একটু সুবিধা পেতে পারেন তা হলো : যদি আপনার পেইজ  হয় কোনো মানুষের পেইজ যেমন public Figure,Actor,Actress ইত্যাদি এবং আপনার পেইজ এ আপনাকে নিয়ে সে ধরনের পোস্ট ও থাকতে হবে,এরপরে আরেকটি কাটাগরী হয়তো খুব সহজে ভেরিফাই হতে পারে।আর সেটা হলো ওয়েবসাইট কাটাগরী। এছাড়াও অন্যান্য কাটাগরিও আছে,তবে আপনাকে বিশেষ কেউ হতে হবে,যেখানে আপনার বেপারে লেজিটিমেট তথ্য পাওয়া যাবে।মানে একজন সেলিব্রিটি ,রাজনৈতিক ব্যক্তিত্ব বা পাবলিক figure বা আলোচিত কোনো প্রতিষ্ঠান। আপনার পেইজটির বয়স কতো সেটাও একটা গুরুত্বপূর্ণ বেপার। যদি মাসখানেক আগে খুলে থাকেন  তাহলে হয়তো ভেরিফাই হতে অনেক সময় লাগতে পারে।তবে আমার এক পরিচিত ব্যক্তি যিনি ইংল্যান্ড এ  একজন  রাজনীতিবিদ ও পার্লামেন্টের সদস্য,তিনি তার পেইজ খুলার চার দিনের মধ্যেই ভেরিফিকেসন পেয়েছিলেন।সে সময় উনার ফ্যান সংক্ষা ছিল ২০০++আর এখনো তার ফ্যান সংক্ষা বেশী হলে ১৫০০।তাই বলা যায় ফেইসবুক ...

যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড "

যেভাবে হবে আপনার ফেইসবুক পেজটি "ভেরিফাইড " মাসুদ আহমেদ -২০১৫   ফেইসবুক   এ   একটি পেজ খোলা কোনো বেপার ই না,সময় লাগে কয়েক মিনিট। আর যাদের একটু বড় পেজ আছে, তারা সবাই চান নিজেদের পেজগুলো যেন একটু ভেরিফাই হয়ে যায়.তো কিভাবে করবেন আপনার ফেইসবুক পেজটি ভেরি ফাইড । সত্যি কথা বলতে ফেইসবুক এ  পেজ ভেরিফাই করার নির্দিষ্ট কোনো নিয়ম নাই বা কোনো স্থান নেই যেখানে গিয়ে আপনার সাধের পেজটি ভেরিফাই করার জন্য আবেদন করতে পারেন।কেউ যদি আপনাকে এরকম বলে তবে তা আমলে নেয়ার দরকার নেই। ফেইসবুক পেজটি ভেরিফাই সম্পূর্ণ ফেইসবুক কতৃপক্ষের উপর নির্ভর করে,কোনো ইউজারের উপরে না,ইনফ্লুএন্সিয়াল পেজগুলোরই বেছে বেছে ভেরিফাই করা হয় শুধু।  ফেইসবুক থেকে একটা ইমেইল আসবে আর পেজ এর উপরের দিকে "your page is eligible for verification    click here apply "    এরকম একটা টেক্সট আসে.লিঙ্কে ক্লিক করার পর অনেক ধরনের ডকুমেন্টস সাবমিট করতে বলা হয়.আর সেগুলো সাবমিশন করার ১ সপ্তাহের মধ্যেই সাধারণত পেজ ভেরিফাই হয়. যদিও তেমন নির্দিষ্ট কোনো উপায় নেই ফেইসবুক পেজ ভেরিফাই করার। ত...