Posts

Showing posts from June, 2015

চেনা থাইল্যান্ড, অচেনা ভ্রমণ

Image
চেনা  থাই ল্যান্ড , অচেনা ভ্রমণ শতাব্দী দত্ত ১ মে , ২০১৪ , ০০ : ০০ : ০০ প্রথম দিন বিদেশ যাওয়ার ইচ্ছে বহু দিনের। পাসপোর্ট হাতে পাওয়ার পর তাই আর দেরি করিনি। গত নভেম্বরের এক রাতে বেঙ্গালুরু থেকে রওনা হলাম তাইল্যান্ড এর উদ্দেশে। বিমানে উঠেই ঘড়ির কাঁটা তাইল্যান্ডের সঙ্গে মিলিয়ে দেড় ঘণ্টা এগিয়ে নিলাম। প্রথম বারের বিদেশ যাত্রা , উত্তেজনা তাই একটু বেশিই । সকাল সওয়া ন ’ টা নাগাদ   সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলাম। অভিবাসন প্রক্রিয়া শেষে পাটায়াগামী বাসের টিকিট কাটলাম।   বাসে পাটায়া যেতে সময় লাগে ঘণ্টা দুয়েক । সন্ধের শোয়ে আলকাজার - এর   টিকিট কাটা ছিল। এখানে যাতায়াতের জন্য ভাট বাস ব্যবহার করাই ভাল। টুকটুকের থেকে একটু বড় মাপের হয় এই বাস — যে যার গন্তব্যস্থলে পৌঁছে বেল বাজাও , টাকা দাও ,  নেমে পড় । হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে থার্ড রোডের উপরের দোকানগুলোতে চোখ বোলানো গেল। পোশাক থেকে হরেক রকমের খাবারদাবার , ম্যাসাজ পার্লার — সব নিয়ে এক জাঁকজমক বাজার ওয়াকিং