সচেতন নাগরিক।
(পূর্বের ) 
আসলে কথা বলতে ভয় করে,কখন যে কার শত্রু হয়ে যাবো ,বুঝতে পারিনা।আবার একজন সচেতন মানুষ হিসেবে চুপ হয়ে ও থাকতে পারিনা।মাঝে মাঝে ভাবি,কোনো কথাই বলবনা।যার যা ইচ্ছে করুক আমার কি?আমি শুধু চেয়ে চেয়ে দেখবো ,আর তাছাড়া আমার এতো দায় কিসের।আমি খাবো ,ঘুমাবো,ঘুরবো ,আনন্দ করব,কিন্তু কথায় বলেনা সুখে থাকলে ভূতে কিলায়।কিন্তু কি করবো ,তাই বলে চুপ করে বসে থাকতে তো পারবনা।একটা প্রশ্ন সারাক্ষণ মাথায় ঘুরঘুর করতে থাকে।আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি?এই যে মাটির ধরাধামে এলাম ,কি তার উদ্দেশ্য ,শুধুই কাজ,ঘুমানো,সংসার,মৈথুন,সন্তান উত্পাদন ,দায়িত্ব পালন,তারপর একসময় হুট করে মরে গিয়ে সবকিছুর সমাপ্তি।এই কি মূল উদ্দেশ্য ?অন্য সবারমত এইগুলো করেই জীবনের পরিসমাপ্তি।একবারও কি নিজেকে জিগ্যেস করেছেন।সৃষ্টিকর্তা আমাদের এজন্যই কি পৃথিবীতে পাঠিয়েছেন?আসলে আমার ছোট মাথায় এত কিছু ধরেনা।মাথা মাঝে মাঝে হ্যাং করে,এমনি এমনি আমাদের পৃথিবীতে পাঠানো হয়নি।উদ্দেশ্য তো একটা আছে তাইনা?বেহেশতেই তো ভালো ছিলাম,কোনো চিন্তাভাবনা ছিলনা,আনন্দ আর আনন্দ ছিল,আসলে তখন আমরা ভালো,মন্দ কি,সৃষ্টিকর্তা কি,কিছুই জানতামনা।বেহেশতে আমরা কিছুই জানতামনা,বুঝতামনা।সৃষ্টিকর্তা অর্থাৎ মহান রাব্বুল আলামিন আমাদের পাঠালেন তাকে চেনার জন্য।আমরা কি তাকে চিনেছি?পৃথিবীতে আমাদের মূল কাজ সৃষ্টি কর্তাকে চেনা।কিন্তু আমরা মূল কাজ বাদ দিয়ে অপ্রয়োজনীয়,অপ্রাসঙ্গিক বিষয়ে  সময় নষ্ট করছি।
চলবে। 


Concerned citizen.

(Back)
In fact, fear to speak, when the car will become the enemy, I can not understand. Again as a conscious man can not stay quiet. Sometimes thought, no wonder balabana., Which is what I wanted to do I just look better than most, and the What I have so many responsibilities., I eat, ghumabo, ghurabo, will rejoice, but when the words do not say happily kilaya demon., but what I say, I can not stay silent. tend to stick around for a question on a continuous basis. actually what is the purpose of our life? this came dharadhame soil, what its purpose is, just work, sleep, family, coitus, procreate, duties, and then dies quickly once the end of all things., what the purpose of this? sabaramata other termination of life without these. did once say to yourself, made. maker sent us why the earth? dharena so much to my small head. heads that sometimes hangs, not come spontaneously to our world. objectives have indeed a right? behest it was good, there was no thinking, there was joy and gladness, in fact, when we are good, what is evil, what is the Creator, knew nothing. heaven we knew nothing about, was familiar. maker sent us the following verse of the great landmarks for him., we cinechi him? job creation is the main subject of our known world., but we dropped the original work the unnecessary, time-wasting issues are irrelevant.
Will.





Comments

Popular posts from this blog

আমাজান এর জঙ্গল----Amazon jungle

গ্রামের বাড়ি