Posts

Showing posts from 2014

একজন বেকার । One unemployed

 একজন বেকার ।                              --- মাসুদ আহমেদ                                       আজ আমি বেকার। পকেটে মাত্র ৬ টাকা ,২ টাকার বুট কিনেছি।অনেক সময় নিয়ে এটাই কুটকুট  করে খাচ্ছি।যত দেরিতে শেষ হবে,ততই ভালো।একটা করে খাচ্ছি।হাটছি আর খাচ্ছি,আগে জানতামনা হাটাতে এত মজা.সবাই গাড়ি,বাস,রিক্সাতে চড়ে,আমার দুই পাই আমার গাড়ি। ইস্ত্রী ছাড়া সার্ট,পান্ট । পানি দিয়ে টেনে টেনে ঠিক করেছি। সকাল বেলা বাসা থেকে ১০ টাকা নিয়েছি,ছোট বোনের কাছ থেকে।খুব আস্তে চুপিসাড়ে টাকাটা নিয়েছি।যাতে মা টের  না পায়.জানতে পারলে লাথি,উষ্টা মারবে।কোনরকমে রুটি,চা খেয়ে বেরিয়ে পরেছি। ২  টাকা বাস ভাড়া দিয়ে রমনায় এসেছি।পকেটে এখন ৬ টাকা,চারপাশে ছেলে,মেয়েরা। কেউ জড়াজড়ি করে বসা,কেউ আদর করতে ব্যস্ত। আমার তো কেউ নাই,একটা বেঞ্চ খুজছি বসার জন্য,একটা ভবগুরে শুয়ে আছে,পুরা বেঞ্চ দখল করে,দেশটা যে কি হলো,একটা চাকরি পাচ্ছি না,একটা কাজ খুব দরকার,চাকরিটা পেলেই কিছু কেনাকাটা দরকার। কত কিছু দরকার,২ তা সার্ট ,২ তা পেন্ট,একজোড়া সু,ছোট্ট একটা দেশ অথচ একটা চাকরি পাচ্ছি না,ছোট একটা দেশ কিন্তু গরিব।আমার মত,আচ্ছা এই দেশটা গরিব কেন?এই

Calcutta (Kolkata) India.

Image
কলকাতা,মনে হয়.পাশের জেলা।তবুও বাংলাদেশ থেকে কোলকাতাই বেশি যাওয়া হয়.চিকিত্সা,বেড়ানো।সব কাজে। বাংলাদেশের খুব কাছের বিদেশ।চলুন ঘুরে আসি। ------------------------------ - মাসুদ আহমেদ প্রাচীন কোলকাতা   হাওড়া ব্রীজ।  রাইটার্স বিল্ডিং।  এটাই হচ্ছে-পাতাল রেল,বা মেট্রো রেল.  ভিক্টোরিয়া মেমোরিয়াল হল.  মেট্রো রেল.  টাঙ্গা,আগে বলা হতো আদম গাড়ি,ওরা বলে রিক্সা।  ভারতের বহুল জনপ্রিয় ট্যাক্সি।  রাইটার্স বিল্ডিং।  কলকাতার ট্রাম।   কলকাতার ট্রাম।  কলকাতা নিউ মার্কেট।  প্রাচীন আমল থেকেই মাটির খোরায় চা পান করে কলকাতা বাসীরা।  ২০ বছর ধরে অসংখ বার  কলকাতায় গিয়েছি,রাস্তায় খাওয়া ঢাকার আগে ওখানেই দেখছি।  কোলকাতার বিখ্যাত ভেলপুরি।