Posts

Showing posts from July, 2014
Image
ফেসবুকে বয়ান দিয়ে, ইভেন্ট খুললে ফিলিস্তিনিদের কোন উপকার হবেনা। আমরা ব্যক্তিগত ভাবে যা করতে পারি তা হলো ইসরাইলের প্রডাক্ট বয়কট। কিছু পরিচিত ইসরাঈলি প্রোডাক্ট : Pepsi, Coca Cola, 7up, Mirinda, KitKat, Loreal, Apex, Kodak, Gillette, Nike, Intel, Disney. এছাড়া Nestle এর সকল পণ্যঃ Nescafe, Maggi Noodles, Nedo, Nesta ইত্যাদি৷ ঈদ ও রোজাকে সামনে রেখে Nestle,Maggi Noodles ইত্যাদির ব্যবহার হয়তো হাজার গুন বেড়ে যাচ্ছে৷ মনে রাখা উচিত এই পণ্যগুলোই ইসরাইলের অর্থনীতির প্রধান উৎস৷ তাই আমরা অন্য ব্রান্ড এর পণ্য ক্রয় করি,পরিবারকে কট্টর ভাবে এসব কিনতে নিষেধ করি, কপি পেস্ট/শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেই৷ ইসরাইলি পণ্য চেনার সহজ উপায় পিছনের লোগো। ইসরাইলি পণ্যের ১ম তিন ডিজিট 729. যেমন নুডুলসের পিছনে 7293453459070 লেখা থাকলে ইসরাইলি নুডুলস৷ এগুলো খাওয়া আর ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত খাওয়া সমান! তাই এতটুকু আশা রাখতেই পারি যে কয়জন এই পোস্টটা দেখছি তারা আর জীবনেও এসব পণ্য ছুবোনা৷ আর যদি এমন হয় যে এমতবস্হায় এগুলো ব্যবহার
  ক্ষুধার জ্বালায় অবৈধ ভাবে খাবার নিতে গিয়ে জরিমানা দিলেন ওবামা! আমাদের গরিব দেশের প্রধানমন্ত্রী,বিরোধী নেত্রি,এদের অনেক ঠাঁট বাঁট।গরিবের ঘোড়া রোগ,বাইলা ফুটানি,জনগনের টাকায় বড়লোক,পরের ধনে পোদ্দারি।হাহাহাহাহাহাহাহা। বিশ্বের সবচাইতে সস্তা প্রাণী ,শত,শত হাজার,হাজার মারলেও কোনো কৈফিয়ৎ লাগেনা,জবাবদিহি করতে হয়না।প্রতি টা  দিন কোথাও না কোথাও তাদের হত্যা করা হচ্ছে। আর তারা হলো মুসলমান,মুসলিম জাতি। 
Image
রোজার আনন্দ আসেনা মনে ,ফিলিস্তিনে মুসলমান ভাইরা মার খাচ্ছে।তাদের ঘর বাড়ি ,জান ,মাল সব ধ্বংস করছে,ঐতিহাসিক জালেম ইসরাইল ,আর ইসরাইল ধ্বংস হবে শিগগির ,ওরা ওদের নবীকেও কষ্ট দিয়েছে,কষ্ট দিয়ে দিয়ে শেষে হত্যা করেছে।বিশ্বের সবচেয়ে আহাম্মক জাতি ইস্রায়েল।লুত জাতির মতো পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হবে. মাসুদ আহমেদ।
Image
  ইসরাইল এর জার্মানির হাতে মার খেয়ে ও শিক্ষা হয়নি।                                 অসহায় ফিলিস্তিনি শিশু। বুক ফেটে যায় ,আলাহ এদের বেহেশত নসীব করো হে আল্লাহ ইসরাইলকে তুমি ধ্বংশ করো এর কি অপরাধ ছিল? এই হলো আমেরিকার দালাল আরব লীগ
Image
আহ কি শান্তি  টেকনাফ ও কক্স"বাজার  থেকে তোলা। https://www.facebook.com/masudhmd  
Image
এমন টা আর কত দেখব? মাসুদ আহমেদ  
সচেতন নাগরিক। (পূর্বের )  আসলে কথা বলতে ভয় করে,কখন যে কার শত্রু হয়ে যাবো ,বুঝতে পারিনা।আবার একজন সচেতন মানুষ হিসেবে চুপ হয়ে ও থাকতে পারিনা।মাঝে মাঝে ভাবি,কোনো কথাই বলবনা।যার যা ইচ্ছে করুক আমার কি?আমি শুধু চেয়ে চেয়ে দেখবো ,আর তাছাড়া আমার এতো দায় কিসের।আমি খাবো ,ঘুমাবো,ঘুরবো ,আনন্দ করব,কিন্তু কথায় বলেনা সুখে থাকলে ভূতে কিলায়।কিন্তু কি করবো ,তাই বলে চুপ করে বসে থাকতে তো পারবনা।একটা প্রশ্ন সারাক্ষণ মাথায় ঘুরঘুর করতে থাকে।আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি?এই যে মাটির ধরাধামে এলাম ,কি তার উদ্দেশ্য ,শুধুই কাজ,ঘুমানো,সংসার,মৈথুন,সন্তান উত্পাদন ,দায়িত্ব পালন,তারপর একসময় হুট করে মরে গিয়ে সবকিছুর সমাপ্তি।এই কি মূল উদ্দেশ্য ?অন্য সবারমত এইগুলো করেই জীবনের পরিসমাপ্তি।একবারও কি নিজেকে জিগ্যেস করেছেন।সৃষ্টিকর্তা আমাদের এজন্যই কি পৃথিবীতে পাঠিয়েছেন?আসলে আমার ছোট মাথায় এত কিছু ধরেনা।মাথা মাঝে মাঝে হ্যাং করে,এমনি এমনি আমাদের পৃথিবীতে পাঠানো হয়নি।উদ্দেশ্য তো একটা আছে তাইনা?বেহেশতেই তো ভালো ছিলাম,কোনো চিন্তাভাবনা ছিলনা,আনন্দ আর আনন্দ ছিল,আসলে তখন আমরা ভালো,মন্দ কি,সৃষ্টিকর্তা কি,কিছুই জানতামনা।বেহেশতে