পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ গালাপাগোস
আপনি জানেন পৃথিবীর ভূস্বর্গ কোথায় ? আপনার চটপট উত্তর হবে, কাশ্মীর। কিন্তু, পর্যটকদের বিচারে গালাপাগোস-ই সেই কাঙ্ক্ষিত ‘প্যারাডাইস অফ আর্থ’, পৃথিবীর সেরা দ্বীপ, যা চার্লস ডারউইনের জন্য প্রসিদ্ধ হয়ে রয়েছে।
সম্প্রতি আমেরিকার একটি বিখ্যাত ভ্রমণ ম্যাগাজিন পাঠকদের মতামত জানতে চায়। পছন্দের ভোটাভুটিতে সেরা হয় গালাপাগোস। সেরা হওয়ার অন্যতম কারণই হল এখানকার জীববৈচিত্র্য। ইকুয়েডর উপকূল থেকে আরও ৬০০ মাইল ভিতরে এই দ্বীপটিতে বহিরাগত অনেক প্রাণীর সন্ধান মেলে। দেখা যায় দৈতাকৃতি কচ্ছপ। চোখে পড়ে অনেক বিরল পাখি। তেমনই রয়েছে বিরল কিছু গাছ। দুনিয়ার আর কোথাও সচরাচর দেখা যায় না।
পাঠকের ভোটের নিরিখে দুনিয়ার মোট ১০টি দ্বীপের তালিকা বানিয়েছে ওই ভ্রমণ পত্রিকাটি। তার মধ্যে রয়েছে বালি, মালদ্বীপ, তসমেনিয়া, হাওয়াই দ্বীপও।
গালাপাগোস দ্বীপ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যই জনপ্রিয়তার শীর্ষে ইকুয়েডরের এই দ্বীপটি। চার্লস ডারউইন তার অভিব্যক্তিবাদ নিয়ে গবেষণা করেছিলেন এখানেই। সামুদ্রিক গোসাপ থেকে নীল পায়ের বুবিস, সমুদ্র-সিংহ এমন অনেক প্রাণীরই দেখা মেলে এই দ্বীপে। ‘ঝুঁকির মধ্যে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ’-এর তালিকা থেকে ২০১০ সালে ইউনেস্কো বাদ দেয় এই দ্বীপটিকে। তার কারণ, খুব সচেতন ভাবে এই দ্বীপের জীববৈচিত্রকে রক্ষা করে চলেছে সেখানকার সরকার।
বালি দ্বীপ জনপ্রিয়তায় গালাপাগোসের ঠিক পরেই, মানে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপটি। অস্ট্রেলিয়ান ও ব্রিটিশ পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্য। তবে, ছুটি কাটাতে বহু দেশ থেকেই সারা বছর প্রচুর পর্যটক আসেন এখানে।রয়েছে হিন্দু মন্দিরও।
মালদ্বীপ পর্যটকদের ভোটে তৃতীয় মালদ্বীপ। মধুচন্দ্রিমা যাপনের সেরা জায়গাগুলোর একটি। দিনে গড় তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে, রাতে ২৩ গড়ে ডিগ্রি।ফটিক-স্বচ্ছ জল, ধু-ধু সমুদ্রসৈকত, বিলাসী রিসর্ট এসবই হাতছানি দেয়।
তাসমেনিয়া, অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে এই দ্বীপ রাষ্ট্র অন্তর্ভুক্তি। এই দ্বিপটি পর্যটকদের কাছে গুপ্তধন হিসাবে পরিচিত। বৃহৎ এই দ্বীপের ৪০ বেশি শতাংশ একটি ন্যাশনাল পার্ক এবং বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে সংরক্ষিত।এই দ্বিপটি বিখ্যাত তার অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ পাহাড়, অরণ্য এবং সমুদ্রসৈকতের জন্য।
গ্রিক আইল্যান্ড এজিয়ান সাগরে অবস্থিত গ্রিক দ্বীপগুলো ভ্রমণ-পিপাসুদের পছন্দের তালিকায় পঞ্চম হয়েছে। চমৎকার আবহাওয়া, গ্রিক আতিথেয়তা, উপকূলবর্তী ছবির মতো সুন্দর গ্রাম এবং উন্নত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার কারণে এসব দ্বীপ বিদেশি পর্যটকদের দারুণভাবে টানে। বিভিন্ন স্থানে প্রাচীন ইউরোপীয় সভ্যতার নিদর্শনসমূহ সাজিয়ে রাখা হয়েছে চমৎকারভাবে। যা সমৃদ্ধ গ্রিক সভ্যতা সম্পর্কে পর্যটকদের কৌতুহল মেটায়।
মাউই দ্বীপ হাওয়াইয়ের বিশেষ এই দ্বীপটি রয়েছে জনপ্রিয়তায় সপ্তমে। বিশ্বের সেরা দ্বীপগুলোর তালিকা মাউই ছাড়া কখনোই সম্পর্ণ হবে না।।
Comments
Post a Comment